Patients Experience
image
অনিমা মণ্ডল

গোপালনগর, উত্তর ২৪ পরগনা

আমি পিআইডি সাহস-এর টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে উঠেছি। প্রত্যন্ত গ্রামে বসে শহরে এক বিশিষ্ট চিকিৎসকের কাছে টেলিফোনে সমস্ত অসুবিধার কথা জানিয়ে করোনা অতিমারি সময়ে এই পরিষেবা না পেলে খুবই সমস্যায় পড়তাম। তবে পিআইডি সাহসের বিনামূল্যে পরিষেবা পাওয়ার জন্য আমাকে মোবাইল থেকেই peopleindistress.in এ Medical Assistance এ ক্লিক করে একটি ফর্ম মিনিট দুয়েক সময়ের মধ্যে ফিলাপ করে সাবমিট করেছিলাম। এরপরই পিআইডি সাহসের স্বেচ্ছাসেবী কর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেন চিকিৎসক আপনাকে দেখবেন। ওদের সহায়তায় চিকিৎসক ও রোগির মেলবন্ধন এক মারাত্মক অভিজ্ঞতা। পিআইডি সাহস-এর চিকিৎসকমণ্ডলী ও স্বেচ্ছাসেবী কর্মীদের ধন্যবাদ।

image
রঞ্জিতা কুইল্যা

জয়নগর, সুতাহাটা, পূর্ব মেদিনীপুর

পিআইডি সাহস-এর টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমার ছেলে সুমিত কুইল্যাকে সুস্থ করে তুলতে পেরেছি। সুতাহাটার প্রত্যন্ত গ্রামে বসে কলকাতার এক বিশিষ্ট চিকিৎসকের কাছে টেলিফোনে ছেলের সমস্ত অসুবিধার কথা জানিয়ে এই পরিষেবা না পেলে সত্যিই সমস্যায় পড়তাম। মোবাইল ফোনেই peopleindistress.in ওয়েবসাইটে Medical Assistance- এ ক্লিক করে একটি সহজ ফর্ম ফিলাপ করে দিন। পিআইডি সাহসের বিনামূল্যে পরিষেবা আপনার হাতের মুঠোয়। পিআইডি সাহসের স্বেচ্ছাসেবী কর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক ও রোগির মধ্যে মেলবন্ধনের কাজ করছেন পিআইডি সাহসের কর্মীরা। এটি এক মানবিক উদ্যোগ। পিআইডি সাহস-এর চিকিৎসকমণ্ডলী ও স্বেচ্ছাসেবী কর্মীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।

Contact Our Volunteers

pidsahas@gmail.com

peopleindistressduetolockdown@gmail.com